রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ১০:৫৬:৩১

সার্ক সম্মেলন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা

সার্ক সম্মেলন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা

নিউজ ডেস্ক : ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংস্থাটির বর্তমান সভাপতি দেশ নেপাল। রোববার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। আগামী নভেম্বরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দক্ষিণ এশিয়ার ৮ রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে ওই সম্মেলন আয়োজনের প্রস্তাব ছিল।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের উরি সেনা ব্রিগেডে সন্ত্রাসী হামলায় দেশটির ১৮জন সেনা  নিহত হওয়ার প্রেক্ষিতে সৃষ্ট ভারত-পাকিস্তান উত্তেজনা এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের কারণে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভূটান ওই সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। পরবর্তীতে শ্রীলঙ্কা ও মালদ্বীপের তরফেও সার্ক সম্মেলন বর্জনের ঘোষনা আসে।

উদ্ভূত পরিস্থিতিতে হোস্ট কান্ট্রি পাকিস্তান সম্মেলনের প্রস্তুতি স্থগিত করে। এবার সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালের তরফে স্থগিতের আনুষ্ঠানিক ঘোষনা এলো। ওই ঘোষণায় সার্ক  সম্মেলন আয়োজনের অনুকূল পরিবেশ না থাকার বিষয়টি উল্লেখ করে শীর্ষ সম্মেলন স্থগিত করার বিষয়ে কাঠমাণ্ডুর তরফে দু:খ প্রকাশ করা হয়। একই সঙ্গে কোন দেশের নাম উল্লেখ না করে কোন দেশের মাটি অন্য দেশের বিরুদ্ধে আন্ত:সীমান্ত সন্ত্রাস বা জঙ্গীবাদে ব্যবহার করতে না দেয়ার বিষয়টি নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে