সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৬:৫৬:০৮

তিন​ কলেজের সভাপতির পদ থেকে বাদ এমপি লিটন

তিন​ কলেজের সভাপতির পদ থেকে বাদ এমপি লিটন

গাইবান্ধা : তিন​টি কলেজের সভাপতির পদ থেকে গাইবান্ধার আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে প্রত্যাহার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।  এক শিশুকে গুলি করে আহত করার ঘটনায় তাকে কলেজগুলো থেকে বাদ দেয়া হয়।  

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হওয়া ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানকেও একটি কলেজের পর্ষদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্জুরুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুবনী কঞ্চিবাড়ী কলেজ, সুন্দরগঞ্জ মহিলা কলেজ, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন।  

এম এ হান্নান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ত্রিশালের কবি নজরুল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন।

এদিকে শিশুকে গুলি করে আহতের ঘটনায় পলাতক রয়েছেণ এমপি লিটন।  তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে।  কিন্তু পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।

৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে