সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০২:৫৩:৪৩

চাঞ্চল্যকর তথ্য, আইএসের সর্বশেষ ভিডিওতে ক্লোজ-আপ ওয়ান তারকা ‘জঙ্গি’ সাফির কণ্ঠ

চাঞ্চল্যকর তথ্য, আইএসের সর্বশেষ ভিডিওতে ক্লোজ-আপ ওয়ান তারকা ‘জঙ্গি’ সাফির কণ্ঠ

নিউজ ডেস্ক : ইসলামিক স্টেট আইএস এর পক্ষে গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত সর্বশেষ ভিডিওতে যার কণ্ঠস্বর শোনা গেছে তার নাম তাহমিদ রহমান সাফি। এছাড়াও এই ভিডিওতে সিরিয়ার যে ছবি দেখা গেছে তা এডিট করে যুক্ত করা হয়েছে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেছেন।

তিনি বলেছেন, ভিডিওটি সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে দেখা গেছে এটির যে ব্যাকগ্রাউন্ড তা পরে যুক্ত করা হয়েছে। আর এতে কণ্ঠ শোনা গেছে সিরিয়ায় পালিয়ে যাওয়া নিও জেএমবি সদস্য তাহমিদ রহমান সাফির। সে সাবেক নির্বাচন কমিশনার শফিউর রহমানের ছেলে।

তিনি আরও জানান, এর আগে গত ৫ জুলাই গুলশানে হামলাকারীদের প্রশংসা করে আইএস এর নামে যে ভিডিওটি প্রকাশ করে সেটিতেও সাফি অংশ নিয়েছিল। তখনই তার পরিচয় জানা যায়। আর সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডও এডিট করে বসানো হয়েছিল।

তিনি জানান, সাফি বর্তমানে সিরিয়াতে আছে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে পুলিশ। তবে দেশে এলেই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

অনলাইনে পাওয়া সাফি’র সিভি অনুযায়ী তার ঠিকানা বারিধারা এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পড়া শেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সে এনটিভিতে প্রচারিত উদীয়মান সঙ্গীত তারকা খোঁজার অনুষ্ঠান ক্লোজ-আপ ওয়ান এর সিজন ওয়ানের একজন উল্লেখযোগ্য প্রতিযোগী ছিল বলেও জানা গেছে।

উল্লেখ্য, রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ১ জুলাই জঙ্গি হামলার আগে একটি ভিডিও ধারণ করে তার একাংশ জঙ্গিরা হামলা চালানোর সঙ্গে সঙ্গে এবং অপর অংশটি গত ২৩ সেপ্টেম্বর আইএস-এর নামে প্রকাশ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মধ্যপ্রাচ্যের জঙ্গি তৎপরতা নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক-এর বরাত দিয়ে ভিডিওটি প্রকাশ করে। সর্বশেষ প্রকাশিত ১৪ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে ৫ জঙ্গির ছবিসহ একটি বর্ণনা আরবি ও বাংলা ভাষায় উপস্থাপন করা হয়। এই বাংলা ধারাভাষ্যটির কণ্ঠ তাহমিদ রহমান সাফি দিয়েছেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

এ ভিডিওর প্রথম ৯ মিনিটে বাংলাদেশের আলেম সমাজের সমালোচনা করা হয়েছে। সেখানে ইসলামী চিন্তাবিদদের ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান, শোলাকিয়া মসজিদের ইমামসহ কয়েকজনের বিভিন্ন অনুষ্ঠানের বক্তৃতা তুলে ধরা হয়েছে।

বাংলা এই ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বনেতাদের ছবি ব্যবহার করে তাদের 'কাফের' হিসেবে চিহ্নিত করে বলা হয়, মুসলিমদের তাদের প্রতি কঠোর হতে হবে।

গুলশানে হামলার কারণ প্রসঙ্গে বলতে গিয়ে ভিডিওতে বলা হয়েছে, মুসলিম নারী, পুরুষ ও শিশুদের রক্তে রঞ্জিত ক্রুসেডাররা মুসলিমদের প্রতি তাদের চরম উপহাস হিসেবে বাংলাকে তাদের মনোরঞ্জনের স্থান হিসেবে বেছে নেয়। তাই তারা ৫ জন ঢাকার গুলশানে হামলা চালিয়েছিল। -বাংলা ট্রিবিউন।
০৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে