সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৭:০৬:৩০

আজকের সব অর্জন জনগণকে উৎসর্গ করলাম : প্রধানমন্ত্রী

আজকের সব অর্জন জনগণকে উৎসর্গ করলাম : প্রধানমন্ত্রী

ঢাকা :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের সব অর্জন বাংলার জনগণকে উৎসর্গ করলাম।  

 
জাতিসংঘের পরিবেশবিষয়ক সম্মান ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় যা প্রয়োজন সরকার তা করে যাচ্ছে।  আমরা ১৯৮৩ সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করে যাচ্ছি।
 
তিনি বলেন, আমরা কারো মুখাপেক্ষী হয়ে বসে নেই।  আমাদের যা কিছু আছে তা নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে যাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।  

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন।

মঞ্চে উপস্থিত আছেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক রফিকুল হক প্রমুখ।
৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে