নিউজ ডেস্ক : মন্ত্রীদের জন্য বেইলি রোডে নতুন একটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করা হচ্ছে। আজ বুধবার ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’ নামে এ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
ছয়তলা এ ভবনে ১০ জন মন্ত্রী বসবাস করতে পারবেন। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ২২৪৮ বর্গফুট। এ ভবন নির্মাণে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হবে। খবর বাসসের।
উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী বলেন, মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসার সংখ্যা অত্যন্ত কম। বর্তমানে ঢাকায় কর্মরত প্রায় দেড় লাখের মধ্যে মাত্র আটভাগ কর্মকর্তা-কর্মচারী আবাসিক সুবিধা পান। ২০১৮ সালের মধ্যে এ হার ৪০ ভাগে উন্নীত করা হবে।
এ সময়ে মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন, প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে আজিমপুর ও মতিঝিলে সরকারি কর্মকর্তাদের জন্য ২০তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরো বহুতল ভবনের নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
মন্ত্রীদের জন্য নির্মাণাধীন এ ভবনের প্রতিটি ফ্ল্যাটে চারটি শয়নকক্ষ, ডাইনিং- ড্রইংরুম ছাড়াও ১৪০০ বর্গফুটের অফিস কক্ষ থাকবে। আসবাবপত্রসহ পরিপূর্ণভাবে এসব ফ্ল্যাট সাজানো থাকবে। দর্শনার্থীদের জন্য থাকবে পৃথক অপেক্ষাকক্ষ। নিচতলায় ২৭টি গাড়ি পার্কিং-এর সুবিধা থাকবে। এ ভবন নির্মাণ করতে সময় লাগবে দু’বছর।
০৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম