বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৫:৩৭:৩১

নার্গিসকে দেখে এসে যা বললেন মির্জা ফখরুল

নার্গিসকে দেখে এসে যা বললেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে দেখে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার জন‌্য সরকারি দলের‘প্রশ্রয়কে’ দায়ী করেছেন। বুধবার দুপুরে  স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা খাদিজাকে দেখতে আসেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, “একটা ভয়াবহ মানবতাবিরোধী ঘটনা। তাকে (খাদিজা) নির্মমভাবে, অমানবিকভাবে, নরপিশাচের মতো একজন ছাত্রলীগের নেতা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এই ঘটনা থেকে আবার প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসীরা কোথায় প্রশ্রয় পাচ্ছে এবং তারা কীভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন‌্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, “সিলেটের খাদিজার ঘটনা শুধু নয়, ইতোমধ্যে দেশে আরও বহু ঘটনা ঘটেছে। দুঃখজনকভাবে সরকারি দলের প্রশ্রয়েই এই ঘটনা গুলো ঘটছে।”

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম ধাঁরালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ওই ছাত্রী এখন আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে