শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬, ০১:০২:১১

পারাবত এক্সপ্রেসের বগিতে আগুন, যোগাযোগ বন্ধ

পারাবত এক্সপ্রেসের বগিতে আগুন, যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক : সিলেটের হবিগঞ্জের নোয়াপাড়ায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে আগুন লগেছে। শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। হবিগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

নোয়াপাড়া স্টেশনমাস্টার মোয়াজ্জেম হক জানান, পারাবত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন থেকে এই আগুন লাগে। পরে তা দুটি বগিতে ছড়িয়ে পড়ে। যাত্রীরা সবাই ভয়ে ট্রেন থেকে নেমে গেছেন। হতাহতের কোন খবর এখনো পাওয়া যায়নি।
৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে