রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬, ০৬:০৩:১৮

আফগানিস্তানের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সৈন্য নিহত

আফগানিস্তানের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাগলান প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সৈন্য নিহত হয়েছে।
রোববার সকালে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে এবিসি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দৌলত ওয়াজিরি জানিয়েছেন, হেলিকপ্টারটিতে পাঁচজন ক্রু ও তিনজন সৈন্য ছিলেন। এটি একটি সৈন্য ঘাঁটিতে খাদ্য, পানি ও অস্ত্র নিয়ে যাওয়ার সময় দান্দ ঘোরি জেলার কাছে বিধ্বস্ত হয়।

হেলিকপ্টার ভূপাতিত করার দায় স্বীকার করে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের যোদ্ধারা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।

তবে জঙ্গিগোষ্ঠীর এ দাবি নাকচ করে দৌলত ওয়াজিরি বলেন, ভূমি থেকে উড্ডয়নের পর কয়েক সেকেন্ড চক্করের পরই এটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। কারিগরি ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে বলেও জানান তিনি।
০৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে