নিউজ ডেস্ক:চাটমোহর ডিগ্রি (অনার্স) কলেজের প্রায় চার শতাধিক দুর্লভ প্রজাতির ফুল ও ফলের গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কলেজে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও শনিবার গভীর রাতে কলেজ ক্যাম্পাসে লাগানো গাছের চারাগুলো কেটে ফেলে তারা।
রোববার সকালে খবর পেয়ে কলেজের গভর্নিং বডির সদস্য পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কলেজ ক্যাম্পাসের ভেতরে লাগানো পাতাবাহার, জাপানি বটগাছের চারা, ক্রিসমাস ট্রি, এডমন্ডা, মৌ-চণ্ডী, হাইব্রিড রঙ্গন, বিদেশি গোলাপের চারাসহ চার শতাধিক ফুল গাছের চারা কেটে ফেলা হয়েছে।
কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ‘সম্প্রতি কলেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ প্রজাতির বিভিন্ন ফুল ও ফল গাছের চারা সংগ্রহ করে রোপণ করেছিলাম। মানুষের সঙ্গে গাছের শত্রুতা থাকতে পারে, তা কল্পনাও করতে পারিনি। বিষয়টি খুব দুঃখজনক।’
ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কলেজ অধ্যক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
০৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস