নিউজ ডেস্ক: এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, ধর্মের নামে সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টিকারীদের নির্মূলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ এগিয়ে আসতে হবে।
আজ সোমবার গংগাচড়া উপজেলায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পশ্চিম মান্দ্রাইন, ক্ষ্যান্ত রাণী, কালীদার, দক্ষিণ কোলকোন্দ ও কোলকোন্দ বটতলা পূজা মণ্ডপ পরিদর্শনকালে পৃথক পৃথক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মসিউর রহমান আরো বলেন, গংগাচড়া উপজেলা ২০০৮ সাল পূর্ব সময়ে ছিল অবহেলিত ও অনুন্নত জনপদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে গংগাচড়াসহ রংপুর জেলা আজ উন্নয়ন ও শান্তির রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হিন্দু ধর্মাবলম্বী মানুষকে সরকারের সহায়ক ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার রংপুরসহ দেশের পশ্চাদপদ জনপদগুলোতে বিশেষ বিবেচনায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও অবকাঠামো খাতে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এক একটি অবহেলিত অঞ্চল সুখী, সমৃদ্ধ ও আদর্শ অঞ্চলে পরিণত করা সম্ভব।
তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষকে দুর্গা উৎসবের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
১০ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস