বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৪:০২

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা

নিউজ ডেস্ক : ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।  ভ্যাট প্রত্যাহারের দাবিতে তারা আন্দোলন করছে।  ঢাকার রাপা প্লাজার সামনে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলা চালানো হয়েছে।  আজ বৃহস্পতিবার রাতে সাড়ে আটটার দিকে ‘জয় বাংলা’ বলে কয়েকজন যুবক এ হামলা চালায়।  এ সময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
 
জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে ২০-২৫ জন যুবক অতর্কিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।  তারা ‘জয় বাংলা’ বলে হামলা চালালেও সেখানে কর্তব্যরত পুলিশ নীরবে দাঁড়িয়েছিল।  এর দু-এক মিনিট পর হামলাকারী যুবকরা পুলিশের পাশে গিয়ে দাঁড়ান।  

এ সময় পুলিশের সদস্যরা তাদের বলেন, এখানে দাঁড়ানো যাবে না।  এ ঘটনার পর গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বাড়লে তারা চলে যান।  আবার রাত নয়টার দিকে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন যুবক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।  পরে তারা দ্রুত চলে যায়।  

হামলার পর আন্দোলনরত শিক্ষার্থীরা আবার পথরোধ করে আন্দোলন শুরু করে।   

এ ব্যাপারে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, আন্দোলনকারীরা নিজেরা নিজেরা মারামারি করছে। আমাদের থামানোর দরকার কী?
 
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  এতে দুর্ভোগে পড়েছে রাজধানীর সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটি, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে, মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে, ধানমন্ডি ২৭ নম্বর রাপা প্লাজা ও চট্টগ্রাম নগরীর জিইসি মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে।  

বুধবার দুপুর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় সূত্রপাত হওয়া শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানী ঢাকা অচল হয়ে পড়ে। রাস্তায় গাড়ি না চলায় নগরবাসীকে হেঁটেই গন্তব্যে যেতে হয়েছে।
১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে