মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬, ১২:৪৫:৫৭

খাদিজাকে নিয়ে আশা আলো দেখছেন চিকিৎসকরা

খাদিজাকে নিয়ে আশা আলো দেখছেন চিকিৎসকরা

নিউজ ডেস্ক: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে মারাত্মকভাবে আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার আরো একটু উন্নতি হয়েছে  বলে  জানিয়েছেন স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কনসালটেন্ট এবং হাসপাতালটির অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দীন।

সোমবার তিনি দেশের প্রথম সারির একটি পত্রিকাকে এ কথা জানান। তিনি জানান,  খাদিজা এখন এক ধরনের নলের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করতে পারছেন। ভেন্টিলেশন সাপোর্ট অনেকটাই কমেছে।

মির্জা নাজিম উদ্দিন জানান, খাদিজার লাইফ সাপোর্ট নির্ভরতা কমছে। তাই এ ব্যবস্থার বদলে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নার্গিসের গলায় অক্সিজেন নল স্থাপন করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্যাসেকটিমি। পর্যায়ক্রমে নার্গিসকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেয়ার প্রথম ধাপ হিসেবেই এই উদ্যোগ বলেও জানিয়েছেন তিনি।

ডা. নাজিম আরও জানিয়েছেন, খাদিজার মুখ থেকে অক্সিজেন নল খুলে গলার সঙ্গে সংযোগ দেয়া হয়েছে।
১০ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে