নিউজ ডেস্ক : আজ শুভ বিজয়া দশমী। সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ মঙ্গলবার (১১ অক্টোবর) এবারের মতো সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতার।
মঙ্গলবার সকাল ১১ টায় বিজয়া দশমীর বিহিত পূজা এবং সকাল সাড়ে ৯টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় ঢাকা মহানগীর ভক্তরা তাদের প্রতিমা নিয়ে পলাশী মোড়ে কেন্দ্রীয় বিজয়া দশমী উপলক্ষে শোভাযাত্রা বের করবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পালের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, এবার সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ৩২৪টি বেশি। আর রাজধানী ঢাকায় পূজা অনুষ্ঠিত হচ্ছে ২২৯টি মণ্ডপে।
তিনি আরও জানান, গত বছর ২৯ হাজার ৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার সবচেয়ে বেশি ১ হাজার ৬৮৪ টি পূজা মণ্ডপ তৈরি হয়েছে চট্রগ্রাম জেলায়। এছাড়া দিনাজপুর জেলায় ১ হাজার ২১৯টি, গোপালগঞ্জে ১ হাজার ১৫৪টি এবং টাঙ্গাইলে ১ হাজার ১৫০টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, এবার ঢাকা বিভাগে ৬ হাজার ৩৯৩টি, বরিশাল বিভাগে ১ হাজার ৬০১টি, রাজশাহীতে ৩ হাজার ৩১৫টি, খুলনায় ৪ হাজার ৬৩২টি, ময়মনসিংহে ১ হাজার ৮৫৪টি, চট্রগ্রাম বিভাগে ৪ হাজার ১৫০টি, রংপুর বিভাগে ৫ হাজার ১০টি, সিলেটে ২ হাজার ৪৪০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্তলোকে (পৃথিবী) আসেন। আর দেবী স্বর্গালোকে বিদায়ও নেবেন ঘোটক (ঘোড়ায়) চড়ে। দশমীর দিন পূজা আরম্ভ সকাল ৮টা ৫২ মিনিটে এবং পূজা সমাপণ ও দর্পণ বিসর্জন সকাল ৯ টা ৪৯ মিনিটে। বিকালে শোভাযাত্রাসহকারে দেবী দুর্গা ও অন্যান্য দেব- দেবীর বিসর্জন দেওয়া হবে। গত ৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন।
বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো পূজা উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করছে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে আজ বিজয়া দশমীর বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে এ শোভা যাত্রাসহ সদরঘাট নৌ-টর্মিনালে নিয়ে যাওয়া হবে। সেখানে বিসর্জনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হবে। দেবী মর্ত্যলোক থেকে আবার স্বর্গলোকে গমন করবেন। সূত্র: বাসস।
১১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম