নিউজ ডেস্ক : স্যামসাং গ্যালাক্সি নোট-৭ ব্যবহার না করতে কোম্পানির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ সিরিজের ফোনটিতে বারবার আগুন লেগে যাওয়ায় সোমবার এ ঘোষণা দেয়া হয়। এরইমধ্যে সেটটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ রেখেছে কোম্পানিটি।
স্যামসাং এর পক্ষ থেকে বলা হয়, সব বিক্রেতাকে গ্যালাক্সি নোট-৭ বিক্রি ও বিনিময় বন্ধ করে দেবার ঘোষণা দেয়া হবে। গ্রাহকদেরও অনুরোধ করা হলো তারা যেন ফোনসেটটি ব্যবহার বন্ধ করে দেন।
নোট-৭ এ আগুন ধরে যাবার অভিযোগে গেল সেপ্টেম্বরে ২৫ লাখ ফোনসেট গ্রাহকদের কাছ থেকে ফেরত নেয়া হয়। এরপর পরিবর্তন করে ফোনগুলো ফেরত দেয় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। গ্রাহকদের নিশ্চিত করা হয় প্রতিটি ফোনসেটই এখন নিরাপদ।
এর কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের কেনটাকিতে এক ব্যক্তি আবরো অভিযোগ করেন, পাল্টিয়ে নেয়া গ্যালাক্সি নোট-৭ ফোনটি এক রাতে তার বেডরুমে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তিনি ঘুম থেকে জেগে যান। এর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে এমনই একটি ডিভাইস থেকে ধোয়া ছড়াতে থাকে কেবিনে।
নতুন করে এর একটি ডিভাইস পরীক্ষা করার সময়ও তাতে আগুন ধরে যায়। এরই পরিপ্রেক্ষিতে পণ্যটি ব্যবহার ও উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয় স্যামসাং।
একটি আনুষ্ঠানিক বিবৃতিতে স্যামসাং বলেছে, ‘ব্যবহারকারীদের নিরাপত্তাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যতদিন তদন্ত চলছে ততদিন স্যামসাং বিশ্বজুড়ে সব ক্যারিয়ার এবং খুচরা পার্টনারকে গ্যালাক্সি নোট ৭ বিক্রি ও বদলে দেয়া বন্ধ করার নির্দেশ দিচ্ছে। প্রথম অথবা বদলে দেয়া গ্যালাক্সি নোট ৭ ব্যবহারকারীদের নিজ নিজ ডিভাইস ব্যবহার না করে পাওয়ার বন্ধ করে রেখে দিতে অনুরোধ করা হচ্ছে।’ -বিবিসি, সিএনএন।
১১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম