নিউজ ডেস্ক: উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে বাংলাদেশের ৪টি সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেওয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে এ বৃষ্টিপাত।
এ প্রসঙ্গে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আতিকুর রহমান জানিয়েছেন, ‘সঞ্চারণশীল মেঘমালার কারণে চট্টগ্রামে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নং স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘন্টা চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রামে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত পাঁচ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এদিকে বুধবার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশ ও ইংল্যান্ড মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
১১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস