মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬, ১০:০৯:২৩

খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে

খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে

নিউজ ডেস্ক: সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের অবস্থার উন্নতি হচ্ছে। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

স্কয়ার হাসপাতালের সহযোগী পরিচালক (চিকিৎসা) মির্জা নাজিম উদ্দিন আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আইসিইউতে থাকা খাদিজার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাঁর জ্ঞান ফিরতে সময় লাগবে।

খাদিজার ভাই শাহিন আহমেদ আজ বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, খাদিজা আগের চেয়ে ভালো আছেন। ৩ অক্টোবর পরীক্ষা দিয়ে ফেরার পথে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সবার সামনেই খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৬)।

এ সময় কেউ বদরুলকে বাধা না দিলেও সে দৃশ্য মুঠোফোনে ভিডিও করেন। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বদরুল ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

১১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে