নিউজ ডেস্ক: বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, উন্নয়নের নামে দুর্নীতি-লুটপাট চালাচ্ছে আর গণতন্ত্রকে উন্নয়নের সঙ্গে তুলনা করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। মিডিয়াকে ধমক দিয়ে তারা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে।
তিনি বলেন, আইয়ুব খান গণতন্ত্রের সঙ্গে উন্নয়নের তুলনা করেছিলেন। মৌলিক গণতন্ত্র শুরু করেছিলেন, সরাসরি গণতন্ত্র দেননি। তাহলে কি বলবো, আওয়ামী লীগ আইয়ুব খানের উত্তরসূরি হয়েছে! আসলে তারা গণতন্ত্রকে পেছনে রেখে উন্নয়নকে সামনে এনেছে নিজেদের সুবিধার জন্য, লুটপাটের জন্য।
জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে তিনি এসব কথা বলেন। সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
আলাল বলেনছেন, চাপাতি যখন ছাত্রলীগ নেতা বদরুলদের হাতে থাকে তখন সেটা হয় মুক্তিযুদ্ধের হাতিয়ার এবং ভুলক্রমে অন্যদের হাতে থাকলে তারা হয় জঙ্গি। এই হল বর্তমান দেশের অবস্থা।
আলাল বলেন, দেশের মা-বোনেরা এখন আওয়ামীস লীগের ছাত্রলীগ, যুবলীগের দ্বারা নির্যাতিত হচ্ছে। গোটা বাংলাদেশ আজ নির্যাতিত খাদিজা, রিশা, তনুর প্রতিচ্ছবি। গোটা বাংলাদেশের মানুষ আজ ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত। সরকার নিজেদের লোকদের বিচার করছে না বলেই একের পর এক হত্যা হচ্ছে কিন্তু তার কোন বিচার হচ্ছে না।
তিনি বলেন, আওয়ামী লীগ জঙ্গি নিধনের নামে নাটক করছে। আওয়ামী লীগ বিপদে পড়লেই জঙ্গি নিধনের নামে একটি নাটক করে। সরকার বলছে জঙ্গিদের পরিচয় পেলে জানাবেন। তাহলে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা? তাদের যদি পরিচয়ই না জানেন তাহলে কি করে বুঝলেন তারা জঙ্গি।
সরকার জঙ্গিদের পরিচয় ইচ্ছে করে দিচ্ছে না কারন জঙ্গিদের পরিচয় দিলে আবার অন্য কিছু বেরিয়ে আসে নাকি এই ভয়ে। গুলশানে যে জঙ্গি হত্যা করা হয়েছিল তাদের মধ্যে আওয়ামী লীগের নেতার ছেলে ছিল। জঙ্গিদেরকে বিচাবর্হিতভূত হত্যা করা হচ্ছে কিন্তু তাদের কোন পরিচয় দিতে পারছে না নিশ্চই এর মধ্যেও কিন্তু রয়েছে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।-মানবকণ্ঠ
১১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস