নিউজ ডেস্ক : ঢাকা সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বিএনপি নেতা শামীম পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে রাজধানীর পরীবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করে মিরপুর থানা।
মিরপুর থানার ডিউটি অফিসার এএসআই তাজ জানান, শামীম পারভেজের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও আছে।
সেসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। শামীম পারভেজ মিরপুর সরকারি বাঙলা কলেজের সাবেক ভিপি।
১৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম