বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০১:২০:১০

বজ্রপাতে মৃত্যু ঠেকাবে তালগাছ: প্রধানমন্ত্রী

বজ্রপাতে মৃত্যু ঠেকাবে তালগাছ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : তালগাছ রোপন হতে পারে বজ্রপাতে মৃত্যু ঠেকানোর একটি হাতিয়ার হতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইদানীং বজ্রপাত বেশি হচ্ছে। আগে সব জায়গায় তালগাছ ছিল। এখন কেউ এই গাছ লাগায় না। তালগাছের একটা গুণ আছে। যেহেতু এটা উঁচুতে থাকে, তাই বজ্রপাত হলে সবার আগে তালগাছে পড়ে। আমার মনে হয় আমাদের তাল গাছ লাগানো আবার শুরু করা উচিত।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তালগাছ লাগানোর পাশাপাশি সব ভবনে আর্থইনের ব্যবস্থা করার পরামর্শও দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘তাহলে বজ্রপাত হলে তা টেনে নিয়ে মাটির নিচে ঠেলে দেওয়া যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শহরে বড় বড় ভবনে এই ব্যবস্থা থাকলেও অনেক সময় মনোযোগ দিয়ে করা হয় না। এখন থেকে যেখানেই বিল্ডিং হবে, সেখানেই এটা গুরুত্ব দিয়ে করতে হবে।
১৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে