বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৩:২২:৫৬

লাইফ সাপোর্ট ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন খাদিজা

লাইফ সাপোর্ট ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন খাদিজা

নিউজ ডেস্ক: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুলের আক্রমণে গুরুতর আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। লাইফ সাপোর্ট ছাড়াই এখন শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরের দিকে খাদিজার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

এ ব্যাপারে স্কয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা নাজিমউদ্দিন জানান, ‘পরীক্ষামূলকভাবে  তার (খাদিজা) লাইফ সাপোর্ট খুলে আইসিইউতে রাখা হয়েছে। এখানে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে তার অবস্থার উন্নতি হলে স্থানান্তর করা হবে সাধারণ কেবিনে।

১৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে