বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৫:০২:১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় তাকে এ হুমকি দেয়া হয়।

এ বিষয়ে আনু মুহাম্মদ গণমাধ্যমকে বলেন, আমার ধারণা, যারা আতঙ্ক সৃষ্টি করতে চায়, যারা আমার কথা ও কাজে অসন্তুষ্ট তারাই এটা করে থাকতে পারে। তবে পুলিশ যদি চায় এটা কারা করেছে তা বের করতে পারবে। এ ঘটনায় সন্ধ্যায় থানায় তিনি জিডি করবেন বলে জানান।

সুন্দরবনের রামপাল পারমাণবিক বিদুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে আসছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে