নিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে দলীয় নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আগামী নির্বাচন হবে ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে। সেই নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। সেই লক্ষ্য নিয়ে সবাই কাজ করবেন।
নাসিম আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিপুর্ব সমাবেশের উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান। জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু, সংগঠনের নেতা আব্দুস সালাম খান, হাবিবুর রহমান আকন্দন প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় শ্রমিকদের উপর গুলি চালানো হয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছেন। এ জন্য শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে কারণে আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে এবং আমরা বিজয়ী হবো। সেই লক্ষ্য নিয়ে আপনাদের উন্নয়ন সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। ওই নির্বাচনে বিএনপি বিলীন হয়ে যাবে। তাদের আর খুঁজে পাওয়া যাবে না।
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস