বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৬:৫০:৪৪

ভারতের কারাগার থেকে মুক্তি পেল বাংলাদেশি ১০ নাগরিক

ভারতের কারাগার থেকে মুক্তি পেল বাংলাদেশি ১০ নাগরিক

নিউজ ডেস্ক: ভারতের শিলচর কারাগারে দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেল সিলেটের জকিগঞ্জ উপজেলার ১০ ব্যক্তি।

তারা হলেন- জকিগঞ্জ পৌর এলাকার হোসনাবাদ গ্রামের বাসুদেব রায় (২২), অর্চনা বিশ্বাস (৩০) ও তার ছেলে গোবিন্দ বিশ্বাস (৬), গোপাল বিশ্বাস (৪), খাদিমান গ্রামের আনোয়ার হোসেন (২৮), উত্তরকুল গ্রামের শামিম আহমদ (২৮), সোনাসার গ্রামের শাবলু আহমদ (২৫), আইওয়র গ্রামের এনাম উদ্দিন (৩৩), মাতারগ্রামের ওলিউর রহমান (৩৫) ও কানাইঘাটের দনা গ্রামের বুরহান উদ্দিন (৩২)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও বিএসএফ জকিগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরকে হস্তান্তর করে। জকিগঞ্জ ইমিগ্রেশন কর্মকর্তা ও বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ ইমিগ্রেশন অফিসের ইনচার্জ মোশারফ হোসেন জানান, অনুপ্রবেশের দায়ে এই ১০ ব্যক্তি ভারতে আটক হয়েছিলেন। বিভিন্ন মেয়াদে তারা করিমগঞ্জ ও শিলচর কারাগারে সাজাভোগের পর বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে ফেরত দিয়েছে।

ভারতের শিলচর কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে আসা আনোয়ার হোসেন জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে তিনি আমলশীদ গ্রামের শিহাব নামের এক দালালের মাধ্যমে টাকার বিনিময়ে ভারতে গিয়ে নিলাম বাজার পুলিশের হাতে আটক হন। পরে আদালত তাকে ৩ মাসের সাজা প্রদান করে। কিন্তু সাজার মেয়াদ শেষ হওয়ার পর তিনি দেশে ফিরতে পারেননি। তাকে আরও অতিরিক্ত ৩৯ মাস সাজা ভোগ করতে হয়েছে।
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে