বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৭:০৭:১০

৬ মাসের জামিন পেলেন বিএনপির সিনিয়র নেতা রিজভী

৬ মাসের জামিন পেলেন বিএনপির সিনিয়র নেতা রিজভী

নিউজ ডেস্ক: রমনা থানায় নাশকতার মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে এই মর্মে রুল জারি করেছে আদালত।

বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
 
এই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
 
২০১৫ সালের ১৮ জানুয়ারি মৎস্য ভবন মোড়ে বাসে অগ্নিসংযোগ ও এক পুলিশ কর্মকর্তা মৃত্যুর ঘটনায় রমনা মামলা দায়ের করা হয়। এই মামলায় তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
 
জামিন আবেদনের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ও জহিরুল ইসলাম সুমন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।

১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে