নিউজ ডেস্ক: প্রতিবেশি রাষ্ট্র ভারতের সঙ্গে ফেনীর মুহুরীর চর নিয়ে সীমান্তবিরোধ দূর করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে মুহুরীর চর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কবে নাগাদ বিরোধ নিষ্পত্তি হবে এ সম্পর্কে কিছু জানাননি মন্ত্রী।
এর আগে বেলা ১১টায় পরশুরাম হেলিপ্যাড থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে সরাসরি বিজিবির মজুমদার হাট সীমান্ত ফাঁড়িতে পৌঁছান। সেখানে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মুহুরীর চর বিরোধ নিয়ে আলোচনা করেন। পরে তিনি বিরোধপূর্ণ মুহুরী চর পরিদর্শন করেন। তবে চর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ভারতের কোনো কর্মকর্তাও এ সময় উপস্থিত ছিলেন না।
মুহুরীর চর পরিদর্শন শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের মন্ত্রী বলেন, 'ইন্দিরা-মুজিব সীমান্ত চুক্তিতেই মুহুরীর চর বিরোধের মীমাংসা হয়েছে। বর্তমানে ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। সরকার ভারতের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি চুক্তি করেছে। সেই চুক্তির মাধ্যমে অভিন্ন সীমান্ত বিরোধের সমাধান হয়েছে।'
তিনি আরও জানান, মুহুরীর চর বিবাদ সমাধানে ভারত এখনও স্বাক্ষর দেয়নি। তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন এ সমস্যার সমাধান হয়ে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফ একমত হয়েছে।'
মুহুরীর পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি সফিকুর ইসলাম, ফেনী সদরের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক প্রমূখ।
এর আগে নিজাম হাজারী সাংবাদিকদের বলেন, 'মহুরীর চরের বর্তমান অবস্থা সরেজমিন দেখার জন্য মন্ত্রী এসেছেন। ভারত ও বাংলাদেশের জরিপ দল সীমানা নির্ধারণ করেছে। ভারত নতুন করে ১৩ একর জমির মালিকানা দাবি করেছে।'
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময় হাজার হাজার স্থানীয় অধিবাসী চর এলাকায় ভিড় করেন।
বাউর খুমা গ্রামের সফর আলী বলেন, 'মুহুরীর চর বাংলাদেশের অংশ। সিএস ও আরএস খতিয়ানে এ চর আমাদের বাপ-দাদার নামে রয়েছে।-সমকাল
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস