মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০৯:১৫:০০

জবির ‌‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জবির ‌‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কলা ও আইন অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।
 
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, এবার 'বি' ইউনিটে ৭২০টি আসনের বিপরীতে ৪০ হাজার ৬৩৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।  প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৫৬ জন শিক্ষার্থী।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি কেন্দ্রে একযোগে শুরু হবে পরীক্ষা।  'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।
৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে