শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ১১:২১:৫৩

চীনা প্রেসিডেন্টের সফর উপলক্ষে বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত

চীনা প্রেসিডেন্টের সফর উপলক্ষে বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর উপলক্ষে ঢাকার বিমানবন্দর সড়কে ২৪ ঘণ্টার জন‌্য যান চলাচল সীমিত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত বিমানবন্দর সড়কে খিলক্ষেত ক্রসিং থেকে মুনমুন কাবাব (পদ্মা অয়েল) ক্রসিং পর্যন্ত রাস্তার পশ্চিম অংশ (আউটগোয়িং) বন্ধ থাকবে। তবে পূর্ব অংশ দিয়ে গাড়ি ‘আসা-যাওয়া’ করতে পারবে। ওই সময়ে ঢাকামুখী দূরপাল্লার বাস ও ট্রাক বিমানবন্দর সড়ক ব্যবহার করতে পারবে না।

তার বদলে আব্দুল্লাহপুর ও ধউর থেকে বেড়িবাঁধ-মাজার রোড অথবা গাবতলী সড়ক ব্যবহার করতে দূর পাল্লার বাস ও ট্রাককে ঢাকায় প্রবেশ করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অতিথির বাংলাদেশ সফর উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে’ এই ব‌্যবস্থা নেওয়া হয়েছে।

তিন দশকের মধ‌্যে চীনের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে শুক্রবার ঢাকা আসছেন শি জিনপিং। সূচি অনুযায়ী বেলা ১১টা ৪০মিনিটে তিনি বিমানবন্দরে নামবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দুই দিনের এই সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাড়াও স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে তার সাক্ষাৎ হবে।  শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হবে দ্বিপক্ষীয় বৈঠক।

শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন চীনা প্রেসিডেন্ট।
১৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে