নিউজ ডেস্ক: সারা জীবনের ভিক্ষার টাকায় এই মসজিদ নির্মাণ করলেন টাঙ্গাইলের এক বৃদ্ধ ‘মা’। টাঙ্গাইলের মির্জাপুরে এই মসজিদটি নির্মাণ করেন
ভিক্ষা ও বয়স্ক ভাতার টাকায় নির্মিত কালুজান বেওয়ার মসজিদের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঢাকার ব্যবসায়ী ফজলুল হক পাটোয়ারী।
বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে মসজিদ দেখতে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের শীরঘাটা গ্রামে আসেন। এসময় তিনি মসজিদটি ঘুরে দেখেন এবং কালুজান বেওয়ার সঙ্গে কথা বলেন। মসজিদের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতার ঘোষণা দেন ঢাকার এই ব্যবসায়ী।
গত ৯ অক্টোবর ‘ভিক্ষা করে সমজিদ নির্মাণ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে খবরটি নজরের পড়ে ফজলুল হক পাটোয়ারীর। পরে আজ বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের শীরঘাটা গ্রামে আসেন। কালুজান বেওয়ার মহতি উদ্যোগে তাকে ধন্যবাদ জানিয়ে মসজিদ উন্নয়নের ঘোষণা দেন।
মসজিদের ২৪ শতাংস জমির চারপাশে ৬ ফুট উঁচু দেয়াল ও গেট নির্মাণ, ফ্লোর পাকা করে টাইলস করে দেয়া ছাড়াও ওযুখানা নির্মাণ, মসজিদের সিলিং তৈরি করে চারটি জানালা এবং ইলেকট্রিক ওয়ারিং করে ফ্যান দেয়াসহ আনুষাঙ্গি কাজ করার প্রতিশ্রুতি দেন ঢাকার এই ব্যবসায়ী।
১৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর