শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০৪:৩৬:১১

চীনা প্রেসিডেন্টকে খালেদার শুভেচ্ছা

চীনা প্রেসিডেন্টকে খালেদার শুভেচ্ছা

নিউজ ডেস্ক: ঢাকায় সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশ সফরের জন্য তাকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে চীনের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত নিবিড়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি শি জিনপিং এর এই সফর নিঃসন্দেহে চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরো গভীর করবে।
১৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে