নিউজ ডেস্ক: আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং। শনিবার সকাল ৯ টায় জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে তার।
জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ঢাকা থেকে সফর সঙ্গীদের নিয়ে সড়কপথে সেখানে পৌঁছাবেন। তাকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুুতি নিয়েছেন সাভার জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা জেলা পুলিশ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করবেন।
শি জিনপিং জাতীয় স্মৃতি সৌধে পৌঁছে প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে ১ মিনিট নীরবতা পালন করবেন। এসময় বিউগলে বেঁজে উঠবে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে অনুভূতি লিখবেন এই রাষ্ট্রপ্রধান। সর্বশেষে ভিআইপি বাগানে ১টি উদয় পদ্ম ফুলের চারা রোপণ করবেন। এরপর সেখান থেকে গাড়িবহরে আবার ঢাকার পথে রওনা হবেন ।
১৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস