শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬, ১০:১৭:৩০

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি চীনের প্রেসিডেন্টের শ্রদ্ধা

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি চীনের প্রেসিডেন্টের শ্রদ্ধা

নিউজ ডেস্ক : ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। এটাই ঢাকায় তার শেষ কর্মসূচি। সকাল ১০টায় শাহজালাল বিমানবন্দর থেকে তার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

স্মৃতিসৌধে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শি শহীদ বেদীতে ফুল দেওয়ার পর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম গাছের চারা রোপন এবং পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

স্মৃতিসৌধ থেকেই বিমানবন্দরের উদ্দেশে রওনা হন চীনের প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লাল গালিচা সংবর্ধনা নিয়ে শুক্রবার সকালে ঢাকায় এসেছিলেন শি। এটি ছিল তিন দশক পর বাংলাদেশে চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম সফর।

তার এই সফরে বাংলাদেশ-চীন ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, যার আওতায় বাংলাদেশ চীন থেকে ২১.৫ বিলিয়ন ডলার অর্থ-সহায়তা পেতে যাচ্ছে।

শুক্রবার দুই দেশের শীর্ষ বৈঠকের পর এক যৌথ ঘোষণায় বলা হয়েছে, ‘সর্বাত্মক অংশীদারিত্ব ও সহযোগিতা’র সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার’ জায়গায় নিয়ে যেতে সম্মত হয়েছে দুই দেশ।
১৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে