নিউজ ডেস্ক : এবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বেসরকারি মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের একটি নম্বর থেকে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে ‘জেএমবি-২’ নামে এই হুমকি দেয়া হয়।
শুক্রবার সকালে হুমকির বিষয়টি বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ফোন করে জানালেও রাত ১১টা পর্যন্ত এনিয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) হয়নি বলে জানান শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, “সকালে বাংলা একাডেমির সচিব আনোয়ার স্যার আমাকে ফোনে বলেন, ডিজি স্যারকে হুমকি দেওয়া হয়েছে। আমি স্যারকে জিডি করতে বলেছি; কিন্তু শুক্রবার রাত ১১টা পর্যন্ত থানায় কেউ জিডি করতে আসেনি।”
এর দুইদিন আগে বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রামপুরা থানায় একটি জিডি করেন তিনি।
১৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম