শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬, ১০:৩৬:২৮

ঢাকা ছাড়লেন শি জিনপিং

ঢাকা ছাড়লেন শি জিনপিং

নিউজ ডেস্ক : বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শনিবার সকাল ৯টার পর তিনি সেখানে যান। শ্রদ্ধা জানিয়ে সাভার থেকে তিনি বিমাবন্দরে চলে যান।

সকাল ১০টা ১০ মিনিটের দিকে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ে তাকে বহনকারী বিমানটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শি জিনপিংকে বিদায় জানান।

৩০ বছর পর চীনা কোনো প্রেসিডেন্ট হিসেবে গতকাল ঢাকায় পা রাখেন শি জিনপিং। ২২ ঘণ্টার ঝটিকা সফরে দেখা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশ ও চীনের মধ্যে ২৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। প্রতিশ্রুতি দিয়েছেন দু’দেশের সম্পর্ক আরো জোরদারের।

শুক্রবার দুপুরের দিকে ঢাকায় পৌঁছানোর পর ব্যস্ত দিন পার করেছেন শি জিনপিং। শনিবার সকালে ঐতিহাসিক এ সফরের শেষ কর্মসূচি হিসাবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শনিবার সকাল ৯টায় স্মৃতিসৌধে পৌঁছানোর পর সাড়ে ৯টা দিকে সেখান থেকে বের হন তিনি। এরপর সেখান থেকে সরাসরি বিমানবন্দরে পৌঁছান শি জিনপিং।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শি। শি জিনপিংয়ের ঐতিহাসিক এ সফর ঘিরে উচ্চাশা সৃষ্টি হয়েছিল দু’দেশেই।
১৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে