নিউজ ডেস্ক: প্রখ্যাত লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ড. ইয়াসমীন হককে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) নামে মোবাইল ফোনে পৃথম এসএমএস তাদের এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার অধ্যাপক জাফর ইকবাল সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, ঢাকার বনানী ডিওএইচএস এলাকায় অবস্থানকালে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে জাফর ইকবাল দম্পতি মোবাইলে হত্যার হুমকি পান।
পরে সিলেটে ফিরে শুক্রবার অধ্যাপক ইকবাল জিডি করেন। তিনি জানান, হত্যার হুমকির প্রেক্ষাপটে জাফর ইকবাল দম্পতিকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।
১৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস