নিউজ ডেস্ক: শনিবার বগুড়া জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, শেখ হাসিনা জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছেন।
তবে এর আগে তিনি বলেন, জিয়াউর রহমানের নির্বাছন ছিল হ্যাঁ/ না ভোটের মাধ্যমে। এরশাদ মিডিয়া ক্যু-এর মাধ্যমে ফলাফল ঘোষণার নির্বাচন উপহার দিয়েছেন। বেগম জিয়ার নির্বাচন ছিল সোয়া কোটি ভুয়া ভোটার দিয়ে নির্বাচন।
উপরে উল্লেখিত কথাগুলো ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা শুধু ভোটের অধিকার নয়, ভাতের অধিকারও নিশ্চিত করেছেন। দেশের জনগণ জিয়ার শাসনকাল দেখেছেন। এরশাদের দুঃশাসন দেখেছেন। দেখেছেন খালেদা জিয়ার শাসন।
কিন্তু উত্তরবঙ্গের মঙ্গা দূর হয়নি। কিন্তু শেখ হাসিনা তার আমলে মঙ্গা দূর করে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছেন । ভোটের অধিকারের পাশাপাশি মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছেন শেখ হাসিনা।
১৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস