রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬, ০১:০৪:০০

শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বাংলায় লেখা টুইটে যা বলল মোদি

শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বাংলায় লেখা টুইটে যা বলল মোদি

নিউজ ডেস্ক : ‘ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সময় বেলা পৌনে ১১টায় তাকে বহনকারী বিমানটি ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। এরপরই শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে দু’টি টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলায় লেখা টুইটে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, আমার আতিথিয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, আমার আতিথিয়তা গ্রহণ করায় আমি সম্মানিত।ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।

নরেন্দ্র মোদির ভেরিফায়ের টুইটার অ্যাকাউন্টে গিয়ে দেখা যায়, সেখানে তিনি নিয়মিতই সম্মেলনের আপডেট দিয়ে যাচ্ছেন।

সর্বশেষ টুইটগুলোর মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকেও একইভাবে স্বাগত জানিয়েছেন তিনি।
১৬ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে