রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬, ০৫:৩৭:২৭

আরিফের ফাঁসি: ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত

আরিফের ফাঁসি: ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত

নিউজ ডেস্ক: ঝালকাঠিতে বোমা হামলায় ২ বিচারক হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের ফাঁসি কার্যকর করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

রোববার দুপুরে আরিফের আত্মীয়-স্বজনরা তার সঙ্গে দেখা করেছেন। আজ রাত সাড়ে ১০টায় ফাঁসি কার্যকর হবে। কারাসূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফাঁসির রায় কার্যকর করতে ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে। কারাগারের ভেতর ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।

খুলনা জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা আরিফের ফাঁসি কার্যকর করা হবে। খুলনা কারাগারে ফাঁসি হলেও যশোর এবং বরিশাল জেলা কারাগারেও ফাঁসির মঞ্চ তৈরি করে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। ইতিমধ্যে ছয়জনের ফাঁসি কার্যকর হয়েছে।

জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের বাড়ি বরগুনায়। আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে রয়েছে।
১৬ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে