ঢাকা: বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইটে সজীব ওয়াজেদ জয় সম্পর্কিত একটি ওয়েবপেজ সংবলিত করা হয়েছে। নতুন এই ওয়েবেপেজে সজীব ওয়াজেদ জয়ের জন্ম থেকে শুরু করে শিক্ষা, কর্মজীবন এবং এখন পর্যন্ত তার সমস্ত অর্জন তুলে ধরা হয়েছে।
‘সজীব ওয়াজেদ: আর্কিটেক্ট অফ ফিউচার বাংলাদেশ অ্যান্ড ভিশনারি ইয়ুথ লিডার শীর্ষক’ লেখায় তুলে ধরা হয়েছে কিভাবে সজীব ওয়াজেদ ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা করেছেন এবং দেশকে প্রযুক্তিগতভাবে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে সহায়তা করছেন।
সরকারি নীতিনির্ধারণী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের চেয়ারম্যান হিসেবে তরুণ ও নীতি নির্ধারকদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আয়োজিত ‘লেটস টক’ ও ‘পলিসি ক্যাফে’র কথা উল্লেখ করা হয়েছে লেখায়।
পুরো আর্টিকেলটি পড়তে এই লিংকে ক্লিক করুন: http://albd.org/sajeebwazed/
১৬ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/ এএস