রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬, ০৯:৪৪:৫২

ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে ‘ভুল চিকিৎসায়’ তাহমিনা আক্তার (২৮) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
এ ঘটনায় রোববার বিকালে ওই প্রসূতির স্বজনরা হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালায়। তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত তাহমিনা আক্তার রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেরোয়া এলাকার ছয়াল বাড়ির বাসিন্দা ও একই এলাকার দিনমজুর হেলাল উদ্দিনের স্ত্রী।
 
নিহতের চাচা বিল্লাল হোসেন মুন্সীসহ স্বজনরা জানান, সকাল ১১টার দিকে প্রসববেদনা উঠলে তাহমিনা আক্তারকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরে সিজারের মাধ্যমে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন।

এ সময় চিকিৎসকদের অবহেলার কারণে সিজারের সময় নবজাতক মুখে আঘাত পায়। পরে ডাক্তাররা তার মুখে দুটি সেলাই দেয়। এ সময় ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির শারিরীক অবস্থার অবনতি ঘটে। পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১৬ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে