রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬, ১১:১৫:৩৮

খালেদা জিয়ার চিকিৎসক দোলন গ্রেফতার

খালেদা জিয়ার চিকিৎসক দোলন গ্রেফতার

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা মাজহারুল ইসলাম দোলনকে বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। কারণ, তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে কলাবাগান থানার এএসআই আসলাম মোল্লা।

রোববার রাত পৌনে ৯টায় ধানম-ির ৪/এ নম্বর রোডের ৩৯/এ নম্বর বাসার এ-৩ নম্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তেজগাঁও থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করার মামলার ওয়ারেন্ট জারি হলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রমনা জোনের ডিসি মারুফ হাসান।
১৬ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে