সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০১:১১:২০

মাদারিপুরে বোরকা পরে আসায় ৫ ছাত্রীকে গলাধাক্কা দিয়ে বের করে দিলেন শিক্ষক

মাদারিপুরে বোরকা পরে আসায় ৫ ছাত্রীকে গলাধাক্কা দিয়ে বের করে দিলেন শিক্ষক

নিউজ ডেস্ক : মাদারিপুরে বোরকা পরে আসায় ৫ ছাত্রীকে গলাধাক্কা দিয়ে বের করে দিলেন গনিত শিক্ষক।  মাদারীপুরের কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে বের করে দিলেন আজাদ হোসেন নামে ওই শিক্ষক।

এতে করে ওই স্কুলের শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সোমবার সকালে এ অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালকিনি মডেল পইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজাদ হোসেন দশম শ্রেণির গণিত ক্লাশ নিতে যায়। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে ক্লাশে বোরকা পরা রাইমা, জান্নাত, রুমি, সুমি ও মৌসুমী আক্তারকে গলা ধাক্কা দিয়ে ক্লাশ থেকে বের করে দেয়। এ ঘটনায় শিক্ষক আজাদ হোসেনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে স্কুলের শিক্ষার্থীরা।

এদিকে, সন্তানদের অপমানের ঘটনা অভিভাবকরা জানতে পেরে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেন। শিক্ষক আজাদের বিরুদ্ধে প্রাইভেট বাণিজ্যসহ বিভিন্ন সময় অনেক কেলেংকারীর অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, স্যারের কাছে প্রাইভেট না পড়ায় বোরকা পরার অজুহাতে ক্লাশ থেকে বের করে দেন তিনি। অভিযুক্ত শিক্ষক আজাদ হোসেন বলেন, ক্লাশ রুমে যা হয় তা বাইরে যারা বলে তারা ছাত্রী নামের কলঙ্ক।

প্রধান শিক্ষক এইচ এম নজরুল ইসলাম বলেন, আমি ওই শিক্ষককে ইতোমধ্যে সর্তক করে দিয়েছি যাতে করে পুনরায় এ ঘটনা আর না ঘটে।-জাগো নিউজ
১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে