সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০৪:৪৯:৪৪

পায়ুপথে আটটি স্বর্ণের বার নিয়ে বিমানবন্দরে আটক

পায়ুপথে আটটি স্বর্ণের বার নিয়ে বিমানবন্দরে আটক

নিউজ ডেস্ক : পায়ুপথে আটটি স্বর্ণের বার নিয়ে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসেছিলেন এক যাত্রী। গ্রিন চ্যানেল পার হতে চেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে ধরাই পড়ে গেল।

বাংলাদেশ শুল্ক গোয়েন্দাদের কাছে আগেই তার সম্পর্কে তথ্য ছিলো। সংস্থাটির ফেসবুক পাতায় জানানো হয়েছে শাহজালাল বিমানবন্দরে এখন বিশেষ ব্যবস্থায় এই স্বর্ণ বের করা হচ্ছে। তাদের তথ্যমতে শারজাহ থেকে এসেছিলেন মোহাম্মদ মোর্শেদ হোসেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী।

আগেই পাওয়া তথ্যে ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করলে এক পর্যায়ে সে আটটি স্বর্ণ বারের কথা স্বীকার করে। কিন্তু সেগুলো সাথে সাথেই হস্তান্তর করা তার পক্ষে সম্ভব হয়নি।

ঠিক কি পদ্ধতিতে স্বর্ণের বারগুলো বের করা হচ্ছে সেটি বিস্তারিত জানায়নি শুল্ক গোয়েন্দাদের ফেসবুক পাতায়। এর আগে গত মাসের শেষের দিকে টয়লেটের ময়লার ঝুড়ি থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছিলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে