শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৯:৫৮

প্রধান সন্দেহভাজন আসামি ১৫ দিন বাংলাদেশে ছিল

প্রধান সন্দেহভাজন আসামি ১৫ দিন বাংলাদেশে ছিল

নিউজ ডেস্ক : ব্যাংককের ব্রহ্মা মন্দিরে বোমা হামলার প্রধান সন্দেহভাজন আসামি আবদুর রহমান আবদুস সাত্তার ওরফে একেএ আইজান নামের চীনা নাগরিক ঢাকায় এসেছিল। সে হামলার পর চীনা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং ১৫ দিন বাংলাদেশে অবস্থান করেছিল। ৩০ আগস্ট জেট এয়ারওয়েজের একটি বিমানে সে চীনের উদ্দেশে রওনা হয়ে গেছে। এখন তার অবস্থান জানে না বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দফতরের এআইজি নজরুল ইসলাম বলেন, থাইল্যান্ড পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা আইজানের বিষয়ে খোঁজ নেই। এতে আমরা নিশ্চিত হয়েছি সে ১৭ আগস্ট বাংলাদেশে আসে। আর ৩০ আগস্ট চলে যায়। থাইল্যান্ড পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালের দিকে বিষয়টি বাংলাদেশকে জানানো হয়। তার পরেই খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে আমাদের দেশের নাগরিক নয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগও ছিল না। তার সম্পর্কে আমাদের কোনো ধারণাও নেই। থাই পুলিশ আমাদের মেসেজ পাঠিয়েছে। আমরা সে অনুযায়ী খোঁজখবর নিয়েছি এবং তাদের জানিয়েছি।

ইমিগ্রেশন সূত্র জানায়, ৩০ আগস্ট জেট এয়ারওয়েজের একটি বিমানে আইজান চীনের উদ্দেশে রওনা দেয়। এই দুসপ্তাহ আইজান বাংলাদেশে ছিল। এর মধ্যে সে কোথায় কোথায় গেছে, কার সঙ্গে দেখা করেছে বা বাংলাদেশে তার কোনো সহযোগী বা ঘাঁটি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিবিসি জানায়, ১৭ আগস্ট ব্যাংককের একটি ধর্মীয় স্থাপনায় বোমা হামলা হয়। ওই হামলায় বিদেশী পর্যটকসহ অন্তত ২১ জন নিহত হন।

১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে