নিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১টা ২২ মিনিটে রাজধানীতে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে রিখটার স্কেলে কতো মাত্রায় এই ভূকম্পন হয়েছে তা প্রাথমিকভাবে তা জানা যায়নি।
তাৎক্ষণিকভাবে কোনে ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এবিষয়ে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কামরুল হাসান বলেছেন, ‘ভূমিকম্পের বিষয়ে আমরা কোনো তথ্য পায়নি তবে আমরা বিষয়টি জাচাই বাছাই করছি। এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় ভূমিকম্পের ফলে মৃদু ঝাঁকনি অনুভূত হয়েছে বলে জানান নগরবাসী ।
১৯ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর