নিউজ ডেস্ক : রাজধানীর চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে পিটিয়েছে স্থানীয় বখাটেরা। তাদের গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাহ আলী থানায় একটি অভিযোগ দিয়েছেন।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। বিসিআইসি কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আহতরা হলো সানিয়া হাবীব (১৭) ও আসোয়াদ হাবীব (১৭)। তারা জমজ বোন। কলেজ ছুটির পর তারা একসঙ্গে বাসায় যাচ্ছিল। কলেজের সামনে ফুটপাতের দোকানে বসে থাকা কয়েকজন বখাটে এ সময় তাদের উত্যক্ত করে। বখাটেরা তাদের ‘ফার্মের মুরগী’ বলে ডাক দেয়। দু’বোন এর প্রতিবাদ করায় বখাটেরা তাদের ধাক্কা দেয়। এরপর বাবু ও জীবন নামে দু’বখাটে বাঁশ দিয়ে তাদের পিটিয়ে পালিয়ে যায়।’
অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, ‘এতে দুবোনের মধ্যে একজনের পা ভেঙে গেছে। পরবর্তীতে আমরা গিয়ে তাদের উদ্ধার করি। পুলিশে খবর দেই। পুলিশ ও শিক্ষার্থীদের বাবা আহসান হাবীবও এসেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে। দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে।’
এ ঘটনার পর কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে প্রতিবাদ করতে চেয়েছে, তবে তাদের আমরা শান্ত করার চেষ্টা করছি বলেও জানান কলেজের অধ্যক্ষ।
এবিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পরপরই সেখানে পুলিশ পৌঁছেছে। আমরা অভিযানে যাচ্ছি। ওই বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে। ছাত্রীদের বাবা একটি অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগটি নিয়েছি। তবে ছাত্রীদের কারও পা ভাঙার ঘটনা ঘটেনি।’ বাংলা ট্রিবিউন
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি