বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ১২:৩১:১৯

৮০০ পাখিসহ দুই ‘পাচারকারী’ আটক

৮০০ পাখিসহ দুই ‘পাচারকারী’ আটক


নিউজ ডেস্ক : আটশ মুনিয়া ও টিয়া পাখিসহ দুই ব্যক্তিকে আটক করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

বন সংরক্ষক (বন্যপ্রাণী) তপন কুমার দে জানান, বুধবার ভোরের দিকে গাজীপুরের টঙ্গী রিয়াজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নজরুল (৩৮) ও লাল মিয়া (৪০)।

তাদের কাছ থেকে ৪২০টি মুনিয়া এবং ৩৮০টি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে।

তপন আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। বিদেশে পাচার করার জন্য তারা উত্তরবঙ্গ থেকে পাখিগুলো ধরে এনেছে।

এসব পাখি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে