বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬, ০৮:৫৭:৫০

এত টাকা কোথা থেকে আসছে : প্রশ্ন নোমানের

এত টাকা কোথা থেকে আসছে : প্রশ্ন নোমানের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন দুর্নীতির টাকায় হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন  তিনি ।

আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে বিএনপির আবদুল্লাহ আল নোমান বলেন, এতো বড় সম্মেলন, এতো জৌলুস সৃষ্টির সম্মেলন। বিশাল গেট করেছে, কোটি কোটি টাকা খরচ করছে। এ সভার যে হিসাব তা লক্ষ নয়, কোটি কোটি টাকার ব্যাপার। এত টাকা কোথা থেকে আসছে, সেটা আমরা কেউ জানি না!

বিএনপির এই নেতার দাবি, সম্মেলনের গেটটা দেখেই মানুষজন বলে, হায়রে আমাদের টাকায় এ সম্মেলনটা হচ্ছে, দুর্নীতির টাকায় এ সম্মেলনটা হচ্ছে। এটা মানুষের মনের কথা। এটা  জোর করে আওয়ামী লীগ সরাতে পারবে না।

আওয়ামী লীগের সম্মেলনের সাফল্য কামনা করে তিনি বলেন, এ সম্মেলনে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে জনগনের যে আশা-আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নে উদ্যোগ থাকুক- এটা আমরা চাই।

তিনি বলেন,  সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা সম্মেলন করছেন, আমাদের করতে দেননি। এর জন্য আমি তীব্র প্রতিবাদ করছি। সামনে ৭ নভেম্বর রয়েছে। এ দিবসটি বিএনপি পালন করতে চায়। যদি অনুমতি না  দেয়া হয়, তাহলে আমরা আন্দোলনী শক্তি দিয়ে সেটা আদায় করবো। আমাদের নেত্রী কর্মসূচি দেবেন। এ কর্মসূচির ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় আগামী ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে চায় এরকম আগ্রহের কথা প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা মিজানুর রহমানের সভাপতিত্বে জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমীন, ফোরকান-ই আলম, সুরঞ্জন ঘোষ, ওসমান আলী, ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে