নিউজ ডেস্ক: চট্টগ্রামে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. হোসেন(২৬) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
বুধবার সকাল ১১টায় নগরীর চকবাজার থানাধীন ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া এই খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে নগরীর ডিসি রোড আবু কলোনীর বাসায় মো. হোসেন মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস