নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রে সংশোধনী আনার পক্ষে মত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগের ঘোষণাপত্র অনেকাংশেই আমরা বাস্তবায়ন করে ফেলেছি। জনসংখ্যা বাড়ছে, সেজন্য গঠনতন্ত্রের পরিবর্তন আনতে হবে।
আওয়ামী লীগের পরবর্তী গঠনতন্ত্রের খসড়ায় সভাপতিমণ্ডলীর চারজন সদস্য, কার্যনির্বাহী সংসদের দুজন সদস্য এবং একজন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এই বৈঠক দলটির বর্তমান কমিটির সর্বশেষ বৈঠক।
তবে বুধবার শেষ তা হবে না, পরবর্তী নেতৃত্ব নির্বাচিত হওয়া পর্যন্ত এই বৈঠক মুলতবি থাকবে। নতুন নেতৃত্ব নির্বাচনের পর এই কমিটি বিলুপ্ত হয়ে যাবে বলে জানান শেখ হাসিনা । কাউন্সিলে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে এই বৈঠক বসবে বলে জানান তিনি।
এ বৈঠকে যাওয়ার আগে কিছুটা ‘আবেগাপ্লুত’ ছিল দলটির নেতারা। কারণ, বর্তমান কমিটির এটাই শেষ বৈঠক হতে পারে। দলের সভানেত্রী এখন পর্যন্ত কাউকেই কমিটিতে থাকার বিষয়ে ‘সিগন্যাল’না দেওয়ায় ধন্দে আছেন নেতারা।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যানে আগত নানা স্তরের একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন মনোভাব পাওয়া গেছে।
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি