বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৯:৩৩:৪৮

কাউন্সিলর থাকছেন না পুতুল ও ববি!

কাউন্সিলর থাকছেন না পুতুল ও ববি!

নিউজ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলর থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

বুধবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক সূত্র জানায়, বিদেশী সংস্থার হয়ে কাজ করায় পুতুল ও ববিকে কাউন্সিলর করা হয়নি। কারণ ওইসব সংস্থাগুলোর রেজুলেশন অনুযায়ী তারা কোনো রাজনৈতিক দলের কাউন্সিলর হতে পারবেন না।

বৈঠক উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সভায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা নিজে তার নাম গোপালগঞ্জ জেলা ও ঢাকা মহানগর দক্ষিণ থেকে পাঠানো তালিকা থেকে কেটে দেন। একইভাবে তিনি কেন্দ্রীয় নেতাদেরও অন্যান্য কোনো জায়গা থেকে নাম পাঠানো হলে তা কেটে দিয়ে তৃণমূল নেতাদের কাউন্সিলর হওয়ার সুযোগ দেয়ার জন্য আহবান জানান।

উল্লেখ্য, সায়মা ওয়াজেদ পুতুল ‘ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের (WHO)  মানসিক স্বাস্থ্য বিশষজ্ঞ প্যানেলের সদস্য ও জাতি সংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সদস্য ববি। তবে প্রধানমন্ত্রীর ছেলে তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানা কাউন্সিলর তালিকায় রয়েছেন। -যুগান্তর।
২০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে